হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরা শ্যামনগরে প্রধান শিক্ষকের আত্মহত্যায় প্ররোচনা কারী আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর কৈখালী ইউনিয়ানের সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আত্মহত্যায় প্ররোচনা কারী আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে কৈখালী এলাকাবাসীর আয়োজনে মধ্য কৈখালী গাজীপাড়া বায়তুন নুর জামে মসজিদের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা বিশিষ্ট সমাজসেবক জি এম বুলবুল আহমেদ সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষকের স্ত্রী নুরু নাহার পারভীন, বড় ছেলে মেহেদী হাসান, ছোট ছেলে ছামিউল আজম, কৈখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদক আবুল কালাম শুভ, বিশিষ্ট সমাজসেবক বজরু মোড়ল সহ আরও অনেকে ।

শ্যামনগর কৈখালী ইউনিয়নের সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাসারের আত্মহত্যায় প্ররোচনা কারী আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে প্রশাসসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা ।

এই ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরু নাহার পারভীন শ্যামনগর থানায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম ও স্কুলের শিক্ষক সহ মোট সাতজনের নামে আত্মহত্যায় প্ররোচনার দায়ে মামলা দায়ের করেন। কিন্তু ঘটনার তিনদিন পার হয়ে গেলেও এখনো কোন আসামি গ্রেপ্তার না হওয়াতে দুই শিক্ষার্থী সন্তান নিয়ে নিরাপর্তাহীনতায় রয়েছেন প্রধান শিক্ষকের স্ত্রী নুরু নাহার পারভীন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন