জাতীয় ডেস্ক :
আওয়ামী সরকারকে উৎখাত করা বিএনপির নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, লুটপাট আর দুর্নীতি ছাড়া দেশের জন্য আওয়ামী লীগ সরকার আর কিছুই করতে পারেনি। তাই লুটেরা অবৈধ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ১০ দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সরকারকে উৎখাত করা এখন বিএনপির নৈতিক দায়িত্ব।
বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে উল্লেখ করে আব্দুল আউয়াল মিন্টু বলেন, আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং নির্বাচনে বিএনপি আবারও ক্ষমতায় আসবে। জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। তাই এই শতাব্দীতে তারা আর ক্ষমতায় আসতে পারবে না।
জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা ইসলাম।
আলোচনা সভায় বিএনপির আন্দোলনের ১০ দফা কর্মসূচি তুলে ধরেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। এ ছাড়া রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা তুলে ধরেন, জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা। এ সময় জনগণের কাছে সব কর্মসূচি তুলে ধরার আহবান জানানো হয়।
জেলা বিএনপিসহ দলের ২১টি ইউনিট ও ১০টি অঙ্গসংগঠনের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
