হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক ট্রাক্টর চালককে ৫ হাজার টাকা জরিমানা

দীপক শেঠ, কলারোয়া ( সাতক্ষীরা)  :

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সোমবার( ২ জানুয়ারী ) পড়ন্ত বিকালে খোর্দ্দ টু কাজীরহাট সড়কে ধানঘোরা নামক স্থানে অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলন ও বহন করার অপরাধে দরবাসা গ্রামের শফিকুল ইসলামের ছেলে ট্রাক্টর চালক শামীম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালতকে সহায়তা করেন বেঞ্চ সহকারী বেনজির রহমান সহ থানা পুলিশ কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, জনস্বার্থে অপরাধমূলক কর্মকান্ড রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গতঃ কলারোয়ার সচেতন মহল ভ্রাম্যমান আদালতের অভিযানকে স্বাগত জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন