খেলাধূলা ডেস্ক :
ম্যারাডোনার মৃত্যুর পর স্বর্গে গিয়ে তার সঙ্গে খেলার যে আকুতি জানিয়েছিলেন পেলে, সৃষ্টিকর্তা মাত্র দুই বছরের ব্যবধানে কিংবদন্তির ইচ্ছা পূরণ করে দিলেন! সামাজিক মাধ্যমে ফুটবল রাজার আবেগঘন স্ট্যাটাসই যেন সত্যি হয়ে গেল! বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রকৃতির চিরায়ত নিয়মে সবাইকে একদিন ফিরে যেতে হয় সৃষ্টিকর্তার কাছে। তবুও অবেলায় কিছু বিদায় অতিরিক্ত আবেগতাড়িত করে। ঠিক যেমন দিয়েগো ম্যারাডোনার অকাল প্রয়াণে ব্যথাতুর ছিল পেলের হৃদয়। কোনো রাখঢাক না করেই তার সঙ্গে স্বর্গে ফুটবল খেলার আকুতি জানিয়েছিলেন কিংবদন্তি! কিন্তু কে জানতো, মাত্র বছর দুয়েকের ব্যবধানে সামাজিক মাধ্যমে প্রকাশ করা তার ইচ্ছা সত্যি করে দেবেন বিধাতা!
জীবদ্দশায় কতই-না তুলনা হয়েছে এই দুই কিংবদন্তির। গণমাধ্যম থেকে শুরু করে বিশ্লেষকরাও দাঁড় করিয়েছেন তাদের মুখোমুখি। শ্রেষ্ঠত্বের বিশেষণে কখনো একজনের নামের পাশে জুড়ে দেয়া হয়েছে ফুটবল ইশ্বর, কারো পাশে মহারাজা! কিন্তু তারা কি কখনো নিজেদের প্রতিদ্বন্দ্বী ভেবেছিলেন?
ফুটবলের দুটো ভিন্ন যুগ শাসিত হয়েছে পেলে-ম্যারাডোনার পায়ে। কিন্তু সময়ের ব্যবধান তাদের কখনো দাঁড় করাতে পারেনি মুখোমুখি। ম্যারাডোনার মৃত্যুর পর সেই আফসোস পেয়ে বসেছিল পেলের মাঝে। তবে তিনি ম্যারাডোনাকে কখনোই তার প্রতিপক্ষ বানাননি; বরং পেতে চেয়েছেন এক দলে।
মৃত্যুর মধ্য দিয়ে জাগতিক দুনিয়ার পাট শেষ করে মানুষ। থেকে যায় কেবলই স্মৃতিচিহ্ন। পেলের ফেসবুক পেজে ২০২০ সালের ৩ ডিসেম্বরের স্ট্যাটাসটাও যেন তা-ই। মুত্যুর এক সপ্তাহ পর যেটা পেলে লিখেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তিকে উদ্দেশ্য করে। মর্ত্যে তার ইচ্ছা পূরণ হয়নি! স্বর্গে নিশ্চয়ই তাদের দেখা হচ্ছে এক দলে, এক জার্সিতে!