হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে পৃথক অভিযানে মাদকসহ তিন কারবারি আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে পৃথক স্থান থেকে মাদকসহ তিন কারবারিকে আটক করেছে।

পুলিশ জানায়, গোপনে সংবাদ পেয়ে বুধবার রাত ১০টার দিকে থানা পুলিশের এসআই আরিফ হোসেন, এসআই খালিদুর আশিক, এএসআই আব্দুল্লাহ আল-মামুন সহ পুলিশের একটি দল উপজেলার ধনপোতা এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদাহ সদর বৈডাঙ্গা গ্রামের মৃত বাদশা মন্ডলের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২) ও বটিয়াঘাটার ভান্ডারকোট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. কবির হোসেন (৩৬) কে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে গাজা উদ্ধার করে পুলিশ।

অপরদিকে, একই রাতে থানা এসআই ওমর আলি বখতিয়ার, এসআই সঞ্জয় কুমার সহ সংগীয় ফোর্স ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকাঢ অভিযান চালিয়ে বলয় বিশ্বাসকে আটক করেছে। এসময় তার নিকট থেকে গাজা গাজা উদ্ধার করে পুলিশ। আটককৃত বলয় বিশ্বাস ফলতিতা গ্রামের শান্তি রঞ্জন বিশ্বাসের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মু. আলীমুজ্জামান পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন