রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :
মনিরামপুরে প্রতিভা বিদ্যানিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র শিক্ষার্থীদের ফলাফলের তালিকা বিদ্যালয়ের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান মিন্টুর হাতে তুলে দেন।
এরপর প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান মিন্টু ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের আঞ্জুমারা বেগম, বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক মর্জিনা বেগম, সহকারী শিক্ষক মঈনুল ইসলাম, হারুন অর রশিদ প্রমুখ।
