হোম জাতীয় ময়লার ভাগাড় থেকে মুক্তি মিলছে হবিগঞ্জ পৌরবাসীর

জাতীয় ডেস্ক :

দীর্ঘ ২০ বছর পর পরিচ্ছন্ন হচ্ছে হবিগঞ্জ শহরের স্টেডিয়াম সড়কে গড়ে ওঠা ময়লার ভাগাড়। দুর্গন্ধমুক্ত হচ্ছে শহরের প্রাণকেন্দ্র ও জনবহুল এ সড়কটি। দীর্ঘদিন পর হলেও জেলা প্রশাসন ও পৌরসভা এমন উদ্যোগ গ্রহণ করায় খুশি এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ। দ্রুত ময়লা অপসারণের কাজ সমাপ্ত করার আশ্বাস প্রশাসনের।

হবিগঞ্জ শহরের আধুনিক স্টেডিয়াম এলাকার দশা দেখলে নাক সিঁটকাবে অনেকেই। দুর্গন্ধময় এলাকা হিসেবে পরিচিত এটি। পৌর শহরে কোনো ডাম্পিং স্টেশন না থাকায় এখানেই ফেলা হতো ময়লা।

তবে, দীর্ঘ ২০ বছর পর হলেও স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতায় জেলা প্রশাসন ও পৌরসভা শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে শুরু করে ময়লা অপসারণের কাজ। শহরতলির মির্জাপুরে স্থাপন করা হয় স্থায়ী ডাম্পিং স্টেশন।

ভুক্তভোগীরা জানান, এ রাস্তায় চলাচল করার অবস্থা ছিল না। ময়লার গন্ধে রোগবালাই লেগেই থাকত। এখন ময়লা অপসারণে আমরা অত্যন্ত আনন্দিত।

এ বিষয়ে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘সবাই সহযোগিতা করছেন, তাদের সহযোগিতা নিয়েই আমরা ভোগান্তি থেকে মুক্ত হচ্ছি।’

হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন, ‘জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে আমরা এ কাজ শুরু করেছি। এ কাজ অব্যাহত থাকবে। প্রতিদিনকার ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা হবে।’

নির্দিষ্ট স্থান না থাকায় দীর্ঘ ২০ বছর ধরে শহরের বাইপাস সড়কের দু-পাশে আবর্জনা ফেলে আসছিলেন হবিগঞ্জ পৌরবাসী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন