নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামীলীগের ২২তম ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ম বার সভাপতি ও ওবায়দুল কাদের তৃতীয় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাতক্ষীরায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছ। জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রোববার সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরার জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ সরদার, সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মুকুল হোসেন, সাধারন সম্পাদক জাকির হোসেন টিটু, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত, পৌর শ্রমিকলীগের আহবায়ক আব্দুল আজিজ বাবু, সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ ।
মিছিল ও সমাবেশ থেকে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ম বারের মতো সভাপতি ও ওবায়দুল কাদের তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।