ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ইঞ্জিন ও ব্যাটারী চালিত যানবাহনের যাত্রীরা মানছেনা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজেদের ইচ্ছা মতই যাত্রী পরিবহন করছে চালকরা। তবে ভিন্ন চিত্র দেখা গিয়েছে গনপরিবহনে। যেখানে ইঞ্জিন ও ব্যাটারী চালিত যানবাহনে বেধে দেওয়া যাত্রীর তুলনায় বেশি যাত্রী নিচ্ছে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে। সেখানে গনপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে প্র্রতি দুই দিটে একজন ও সরকার নির্ধারিত ৬০% ভাড়ায় নিচ্ছে। উপজেলা প্রশাসনের সচেতনতামূলক কর্মকান্ড হলেও কোন প্রতিকার হচ্ছেনা।উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে প্রতিনিয়তই অভিযান চলছে। দেখা গেছে অভিযান চলাকালীন সময়ে সবাই কেমন জেনো ধোয়া তুলশী পাতা হয়ে একজন সচেতন নাগরিক হিসাবে চলাচল করে। অভিযান শেষের চিত্র দেখলে মাথায় হাত উঠে যাওয়ার মত কর্মকান্ডই ঘটে। নির্দেশনায় ব্যাটারী চালিত যানবাহনে ৩ জন যাত্রী, ইঞ্জিন চালিত যানবাহনে ৫ জন এবং গনপরবহনে আসন হিসাবে ২০ জন ও ২৫ জনের নেওয়ার কথা ও ভাড়া ৬০% বৃদ্ধি।গনপরিবহন নিয়মনিতী মানলেও ইঞ্জিন ও ব্যাটারী চালিত যানবাহন মানছেনা। সরেজমিনের অনুসন্ধ্যানে গিয়ে দেখা গেছে স্থানীয় পর্যায়ের মাহিন্দ্রা থ্রী হুইলার মালিক সমিতির চাপে স্থানীয় চালকেরা নিয়ম ভংগ করছেনা।কিন্তু বহিরাগত চালকদের কারণেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে।জানা যায়,গোপালগঞ্জ পুলিশ লাইন্স থেকে সরকারী নিয়মনিতীর তোয়াক্কা না করে প্রতিনিয়ত যাত্রী নিয়ে আসছে ইঞ্জিন ও ব্যাটারী চালিত যানবাহন। রুপসা ও মোংলা থেকেও এমনভাবেই যাত্রী আনছে অনায়াসে। উপজেলার বৃহত্তর বাসস্ট্যান্ড হল কাটাখালী । এখানে পুলিশের দিক থেকে যথেষ্ঠ সচেতনতামুলক কার্যক্রম চালালেও ফলাফল জিরো। সচেতন মহল দাবী করছেন,এভাবেই যদি সরকারী নিয়ম ভঙ্গ করে যানবাহন চলাচল করে তবে এর পরিনতি খারাপ ছাড়া ভাল কিছু আশা করা যায়না। আর সঠিক ব্যাবস্থাপনা ও কড়া নজরদারী না করলে করোনা ভাইরাস স্থানীয় পর্যায়ে সংক্রমিত হবে অধিক হারে।
বাস চালক আব্দুল কাদেরে বলেন, সরকারী নিয়ম অনুযায়ী আমরা চলাচল করছি, যাত্রী ২০ জন ও ভাড়া ৬০% নিচ্ছি, তাছাড়া যাত্রী মাস্ক পড়া কিনা সেটা দেখেই বাসে তুলছি।অন্যদিকে ব্যাটারি চালিত চালক বলছে, জানা ছিলোনা আমাদের।এভাবেই এড়িয়ে যাচ্ছে ইঞ্জিন ও ব্যাটারী চালকেরা।আর হুমকির মুখে ফেলছে সাধারণ মানুষদের। সচেতন মহলের দাবী, যদি দ্রুত কঠোর ব্যাবস্থা গ্রহন না করা হয় তবে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে সকলের।
