খেলাধূলা ডেস্ক :
সহজ পুঁজি নিয়েও ভারতীয় শিবিরে কাঁপন ধরাচ্ছে বাংলাদেশ। সাকিবের প্রথম আঘাতের পর গুনে গুনে ভারতীয় তিন ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠালেন মেহেদী হাসান মিরাজ। তার শিকারের তালিকায় সবশেষ সংযোজন বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলি।
১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। জিততে হলে এখনও করতে হবে ১০৪ রান। অন্যদিকে, বাংলাদেশের প্রয়োজন আর ৬ উইকেট।
ভারতের সামনে সহজ সমীকরণই বলা চলে। টানা টেস্ট জিততে দরকার মোটে ১৪৫ রান। তবে এমন লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা।
শনিবার (২৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলায় ছোট পুঁজি নিয়ে বল করতে নেমে ইনিংসের প্রথম বলেই রিভিউ নেন সাকিব। টাইগার অলরাউন্ডার নিশ্চিত ছিলেন আউট শুভমান গিল। তাই আম্পায়ার আউট না দিলে সঙ্গে সঙ্গেই রিভিউ নিয়েছিলেন। যদিও বল ট্র্যাকিংয়ে দেখা যায়, লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত বল। ইনিংসের প্রথম বলেই রিভিউ হারায় বাংলাদেশ।
সাকিবের ঘটনাবহুল প্রথম ওভারের শেষ বলে জীবন পান ভারত কাপ্তান রাহুল। তার ব্যাটের কানায় লেগে আসা ক্যাচ লেগ স্লিপে জমাতে পারেননি মুমিনুল হক। হাতছাড়া হয়ে যায় প্রথম সুযোগ। তবে শূন্য রানে জীবন পাওয়া রাহুল বিদায় নিলেন ২ রানে। সেই সাকিবের ফিরতি ওভারেই। এবার চমৎকার ক্যাচ তালুবন্দি করলেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
দলীয় ৩ রানে প্রথম উইকেট পতনের পর দ্রুতই আবারও ধাক্কা। টপ অর্ডারে ভারতের সবচেয়ে বড় ভরসা চেতেশ্বর পুজারার প্রতিরোধ ভাঙলেন মিরাজ। ১২ বলে এক চারে ৬ রান করেন পুজারা।
পুজারার পর মিরাজের দ্বিতীয় শিকার শুভমান গিল। মিরাজের করা বল বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন ভারতীয় ওপেনার। কিন্তু বলের লাইন পুরোপুরি মিস করেন তিনি। গ্লাভসে বল জমিয়েই তরিৎ গতিতে বেলস ফেলে দেন সোহান। ৩৫ বল মোকাবিলায় ৭ রান করেন গিল।
এক প্রান্ত থেকে ভারতীয় শিবিরে ভীতি ছড়াচ্ছিলেন মিরাজ। সেটিরই পুরস্কার পেলেন আবারও। দারুণ এক ডেলিভারিতে ফেরালেন ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ কোহলিকে। প্রথম ওভারে রাহুলের ক্যাচ মিস করেছিলেন মুমিনুল। তবে এবার আর সেই ভুল নয়।
মিরাজের করা বলপা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন কোহলি। ব্যাটের কানায় লেগে নিচু ক্যাচ যায় শর্ট লেগে। সেখানে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ তালুবন্দি করেন মুমিনুল। ২২ বলে ১ রান করেন কোহলি।
