যশোর অফিস:
যশোর সদরের পুলেরহাট থেকে আরবপুর ইউনিয়ন অফিস পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ দুপুরে বি-পতেঙ্গালীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে বক্তরা বলেন, রাস্তাটি এলজিইডির পক্ষ থেকে পাকা করণের কাজ শুরু হলেও স্থানীয় লক্ষণ মন্ডল নামে এক ব্যক্তি বাঁধা দেওয়ায় সড়ক পাকা করণের কাজ বন্ধ হয়ে গেছে। প্রভাবশালীদের সহায়তায় রাস্তার কাজ বন্ধ রয়েছে। শুধু তাই নয়, সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি শুরু করেছে লক্ষণ মন্ডল। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এ রাস্তা দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় জনগণ। তারা অবিলম্বে সড়কটি পাকা করণের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক ইউপি মেম্বার আব্দুল করিম রাজু, ইউপি সদস্য উজ্জ্বল হোসেন, লিয়াকত আলী, ইবাদুল কবীর, ফিরোজ হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।
