হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে এপর্যন্ত করোনা সনাক্ত হয়েছে মোট ১৮জন

ফকিরহাটে এপর্যন্ত করোনা সনাক্ত হয়েছে মোট ১৮জন

কর্তৃক
০ মন্তব্য 141 ভিউজ

মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে ১৩ জুন (শনিবার) সকাল পর্যন্ত নতুন করে আরও ৩জন করোনা সনাক্ত সহ মোট এ পর্যন্ত ১৮জন সনাক্ত হয়েছে। নতুন যে ৩জন সনাক্ত হয়েছে তারা ফকিরহাট উপজেলার বেতাগা, কুমারখালী ও লখপুরের বাওডাঙ্গা এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৩জনই পুরুষ। এদের মধ্যে এক জনের বয়স ৩০বছর, অপর জনের বয়স ৪৫বছর এবং অন্যজনের বয়স (২২) বছর। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।

এছাড়া গত ১২জুন (শুক্রবার) যে দুজন সনাক্ত হয়েছিল তারা একজন কাঠালতলা গ্রামের ১৭বছরের এক কিশোর। অন্যজন ৮ বছরের এক শিশুকন্যা। সে ফকিরহাট হাসপাতাল এলাকায় বসবাস করে।
ফকিরহাটে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে আক্রান্তদের বাড়ীর আশপাশ সহ শতাধিক বাড়ী লকডাউন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। বর্তমানে ফকিরহাটে হোমকোয়ারেন্টাইনে আছেন ৩৫জন নারী-পুরুষ। যারা ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে বাড়িতে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন