খেলাধূলা ডেস্ক :
সাকিব আর হাসানের পর আইপিএলের ১৬তম আসরের নিলামে দল পেলেন না বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার লিটন দাস। ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যের এ টাইগার ক্রিকেটারকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেনি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই।
শুক্রবার (২৩ ডিসেম্বর) কোচিতে অনুষ্ঠিত হয়েছে ২০২৩ আইপিএলের মিনি নিলাম। এবারের আসরে চার বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে গুঞ্জন থাকলেও ইতোমধ্যে নিলামে অবিক্রীত থেকে গেলেন সাকিব ও লিটন। বাকি রইলেন কেবল তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু ইনিংস খেলায় এবারের আইপিএলে লিটনের দল পাওয়া নিয়ে গুঞ্জন ছিল। বিশেষ করে ভারতের বিপক্ষে ২৭ বলে খেলা তার ৬০ রানের ইনিংসটির প্রশংসা করেছিলেন বর্তমান ও সাবেক ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি দল তাকে দলের ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেনি।
লিটনের আগে বাংলাদেশিদের মধ্যে সাকিবকে প্রথমে নিলামে তোলা হয়। কয়েক আসর ধরেই সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন সাকিব। তবে গত আসরে তাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি। ফলে এবার ভিত্তিমূল্যই কমিয়ে দিয়েছেন তিনি। তারকা বাঁহাতি অলরাউন্ডারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কিন্তু এবার দ্বিতীয় সর্বোচ্চ দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন সাকিব। তারপরও তাকে দলের ভেড়ানো আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো দল।
অবশ্য প্রথম দফায় অবিক্রীত থাকলেও, কোনো দল যদি চায় এখনো সাকিব ও লিটনকে দলে ভেড়াতে পারবে। তবে তা নির্ভর করছে দলগুলির চাহিদা ও জায়গা ফাঁকা থাকার ওপরে। সব দল মিলিয়ে দলগুলো কিনতে পারবে ৮৭ জন ক্রিকেটার, তার মধ্যে বিদেশি সর্বোচ্চ ৩০ জন।
সাকিব, লিটন দল না পেলে এখনো আশা টিকে আছে আফিফ ও তাসকিনের। সাম্প্রতিক সময়ে দুজনই আছেন ফর্মে। ৫০ লাখের ক্যাটাগরিতে আছেন এ দুই টাইগার ক্রিকেটার। প্রাথমিক তালিকায় থাকা ৪০৫ জনের মধ্যে তাসকিন ও আফিফের ভাগ্য কতটা সুপ্রসন্ন সেটাই এখন দেখার বিষয়।