আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে রাশিয়ার দখলকৃত বন্দর শহর মারিউপোলে ১০ হাজার ৩০০ গণকবরের সন্ধান পাওয়া গেছে। খবর এপির।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে বলা হয়, গত মার্চের শুরু থেকে ডিসেম্বর পর্যন্ত স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে মারিউপোলে প্রচুর গণকবরের সন্ধান পাওয়া গেছে। মৃতের সংখ্যা তিনগুণ হতে পারে। কারণ প্রতি কবরের পাশে আরও মানুষের দেহাবশেষ পাওয়া গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার মাসখানেকের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় রুশ বাহিনী।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, মারিউপোল শহরের ৯০ শতাংশ স্থাপনা রাশিয়ার হামলায় বিধ্বস্ত হয়েছে। ম্যাক্সারের ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত অনেক আবাসিক ভবন সংস্কার করা বাদ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে রাশিয়া।
গত মাসে যুক্তরাজ্যের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছিলেন, রাশিয়ান সামরিক বাহিনী অধিকৃত মারিউপোলে দুটি কারখানায় প্রচুর পরিমাণে ‘ড্রাগন টিথ’ কংক্রিট ব্লক উৎপাদন করছে। এটি এমন এক ধরনের কংক্রিট ব্লক যার মাধ্যমে শত্রুর যানবাহনকে ঠেকিয়ে রাখা সম্ভব।
এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মার্কিন কংগ্রেসম্যানদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রাতের এ ভাষণে যুক্তরাষ্ট্রের সাহায্যের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় ইউক্রেনের বর্তমান পরিস্থিতির কথাও অকপটে জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘ইউক্রেন ভেঙে পড়েনি, এখনও টিকে আছে। আমরা রাশিয়াকে মনস্তাত্ত্বিক যুদ্ধে পরাজিত করেছি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিকে অর্থসহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এই সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার দান নয়, বরং এগুলো বৈশ্বিক নিরাপত্তায় বিনিয়োগ।’