জাতীয় ডেস্ক :
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের আট শতাধিক একর জমির অবৈধ দখলদারদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৯ ডিসেম্বর) দুই ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের রংপুর অঞ্চলের পরিচালক হোসেইন ফরিদ ও উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা এ তদন্তের নেতৃত্ব দেন।
তদন্তকালে সৈয়দপুরে দুই ব্যবসায়ী আলতাফ হোসেন ও জয়নাল আবেদীনের বিভিন্ন বহুতল ভবন ঘুরে ঘুরে দেখেন তারা। ওই সব ভবনে যারা দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করেছেন তাদের সঙ্গে কথা বলেন দুদকের রংপুর অঞ্চলের পরিচালক হোসেইন ফরিদ ও উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা।
কর্মকর্তারা জানান, সৈয়দপুরে প্রায় পাঁচ হাজার কোটি টাকার রেলওয়ের সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ ও দখলে রেখেছেন প্রায় ১ হাজার ২০০ ব্যক্তি। এসব অবৈধ দখলদারের বিরুদ্ধে পর্যায়ক্রমে তদন্ত অব্যাহত থাকবে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবেন তারা।
