জাতীয় ডেস্ক :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জ-গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বন্ধ হয়ে যায় বাস চলাচল।
সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম ও যাতায়াত পরিবহনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষকে থামাতে পুলিশ ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
কিশোরগঞ্জ মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম জানান, যাতায়াত পরিবহনের চেয়ারম্যান মানিক সরকারের কাছে অন্য বাস মালিকরা ১০ থেকে ১৫ লাখ টাকা পান। এ টাকা পরিশোধ না করা পর্যন্ত যাতায়াত পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়।
তবে যাতায়াত পরিবহনের চেয়ারম্যান মানিক সরকার বলেন, ‘সোমবার বিকেলে বাস চালু করতে চাইলে আমাদের ওপর হামলা চালানো হয়।’
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিন ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে। তবে বর্তমানে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
