হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে হত্যাকান্ডের ১২ ঘণ্টা পর হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ

কালীগঞ্জে হত্যাকান্ডের ১২ ঘণ্টা পর হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ

কর্তৃক
০ মন্তব্য 165 ভিউজ

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন দৌলতপুর গ্রামে ভিকটিম আমিরুল ইসলাম বিশ্বাস(৪৫), পিতা-মৃত জবেদ আলী বিশ্বাস, সাং-দৌলতপুর থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ এবং আসামী মোঃ শাহিন মন্ডল@জাম্বু(৩৬), পিতা-মৃত সামছুল মন্ডল, সাং-দৌলতপুর, থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ এর মধ্যে ছাগল বিক্রয়ের বাকী ৩০০/-টাকা নিয়ে কথাকাটির একপর্যায়ে আসামী মোঃ শাহিন মন্ডল@জাম্বু(৩৬) ভিকটিম আমিরুল ইসলাম বিশ্বাস(৪৫)’কে হাসুয়া দ্বারা কোপাইয়া হত্যা করিয়া পালাইয়া যায়। পরবর্তীত ইং-১৩/০৬/২০২০ তারিখ রাত্রীবেলা কালীগঞ্জ থানার একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে হত্যাকারী মোঃ শাহিন মন্ডল@ জাম্বু(৩৬),’কে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে হত্যা কাজে ব্যবহৃত হাসুয়া উদ্ধার করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন