আন্তর্জাতিক ডেস্ক :
অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী ইলন মাস্ক সম্প্রতি টুইটারে একটি অনলাইন পোল চালু করেছিলেন। সেখানে তিনি প্রশ্ন রেখেছিলেন, ‘আমার কি টুইটারপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানো উচিত?’ তার এই প্রশ্নের জবাবে সাড়ে ৫৭ শতাংশ ব্যবহারকারী চেয়েছেন মাস্ক যেন টুইটারপ্রধানের পদ থেকে সরে যান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ইলন মাস্কের ওই পোলে সোমবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ ২ হাজারেরও বেশি টুইটার ব্যবহারকারী ভোট দিয়েছেন। এর মধ্যে সাড়ে ৫৭ শতাংশ ব্যবহারকারী চেয়েছেন ইলন মাস্ক টুইটারপ্রধানের পদ থেকে সরে যান। বিপরীতে সাড়ে ৪২ শতাংশ তাকে বহাল দেখতে চেয়েছেন।
ইলন মাস্ক এ-ও ঘোষণা দিয়েছিলেন যে, তিনি এই পোলের ফল মানতে বাধ্য। এখন দেখার বিষয়, ইলন মাস্ক কী করেন।
এর আগে, সোমবার (১৯ ডিসেম্বর) মাস্ক টুইটারে ওই জরিপ চালু করেন। সেখানে তিনি তার ১২ কোটি ২০ লাখ অনুসারীর কাছ জানতে চান, ‘আমি কি টুইটারপ্রধান পদ থেকে সরে দাঁড়াব…ফলাফল যা-ই হোক না কেন, আমি মেনে নেব।’
টুইটার কেনার পর থেকে এর পরিচালনায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
সম্প্রতি কোনো রকম ব্যাখ্যা দেয়া ছাড়াই বেশ কয়েকটি প্রসিদ্ধ সংবাদমাধ্যমের কয়েকজন শীর্ষস্থানীয় সাংবাদিকের অ্যাকাউন্ট স্থগিত করেছিলেন ইলন মাস্ক। তার এমন কাজে সমালোচনার ঝড় শুরু হয় বিশ্বজুড়ে। তবে স্থগিত করার মাত্র এক দিনের মাথায় অ্যাকাউন্টগুলো আবারও ফিরিয়ে দেয়া হয়।
