ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৫টি চোরাই গরু উদ্ধার করেছে। চোরাই গরু ক্রয়ের অভিযোগে এসময় শহিদ গাজী (৪৩) কে আটক করেছে।
পুলিশ জানায়, গত ১৭ ডিসেম্বর রাতে জাড়িয়া গ্রামের তরিকুল ইসলামের গোয়াল ঘর থেকে তিনিটি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। এ ঘটনায় ১৮ ডিসেম্বর তরিকুল ইসলাম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন। এদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের উপ-পরির্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সহ পুলিশের একটি দল দেরখাদা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া তিনটি গরু উদ্ধার করে। পরে সেখান থেকে থানায় নিয়ে আসেন। এরপর আইননি প্রক্রিয়া শেষে গরুর মালিককে তিনটি গরু হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
অপরদিকে, একই দিন গোপনে সংবাদ পেয়ে পুলিশ টাউন-নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ী থেকে দুটি চোরাই দুটি গরু উদ্ধার করেছে। এ ঘটনায় ওই বাড়ী থেকে শহিদ গাজীকে আটক করেছে। পুলিশ আরো জানায়, শহিদ গাজী চুরি করে আনা গরু ক্রয়ের জন্য তাকে আটক করা হয়। তবে এখনো পর্যন্ত গরু দুটির মালিক পাওয়া যায়নি। এ ব্যাপারে এসআই বিজন সরকার বাদী হয়ে মডেল থানায় একটি মামলা করেন। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
