হোম খেলাধুলা পেলের পাশে বসলেন মেসি

ফুটবল বিশ্বকাপ :

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে বসলেন লিওনেল মেসি। পেলের মতো দুজনেই এখন ১২টি করে গোল করেছেন।

ফ্রান্সের বিপক্ষে কাতার বিশ্বকাপের ফাইনালে রোববার (১৮ ডিসেম্বর) ২৩ মিনিটে ডি মারিয়াকে ডি-বক্সের ভেতর ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেখান থেকে দুর্দান্ত শটে গোল করেন মেসি। এ নিয়ে এবারের বিশ্বকাপে ৬ গোল হলো তার।

লিওনেল মেসির এটি পঞ্চম বিশ্বকাপ। শুধু ২০১০ বিশ্বকাপে কোনো গোল পাননি তিনি। ২০০৬, ২০১৪, ২০১৮ সালের আসরগুলোতে গোল পেয়েছিলেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় আর্জেন্টিনা। মেসিদের গতিময় আক্রমণ সামলাতে খাবি খাচ্ছিল ফ্রান্সের রক্ষণ। তৃতীয় মিনিটে ফ্রান্সের ডি-বক্সে ঢুকে পড়েন মেসি ও আলভারেজ। তবে বিপদ ঘটতে দেননি হুগো লরিস। পাঁচ মিনিটের মাথায় বাঁপ্রান্ত থেকে দূরপাল্লার শট নেন ম্যাক অ্যালিস্টার।

অষ্টম মিনিটে ডি পলের শট ভারানের পায়ে লেগে মাঠের বাইরে চলে যায়। নবম মিনিটে আর্জেন্টিনার একটি আক্রমণ থেকে জটলায় গোলের সুযোগ সৃষ্টি হয়। আক্রমণ ঠেকাতে গিয়ে রোমেরোর সঙ্গে ধাক্কা খেয়ে লুটিয়ে পড়েন গোলরক্ষক হুগো লরিস।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন