হোম ফিচার বর্ণচোরাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: নানক

রাজনীতি ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, মুক্তিযুদ্ধের প্রশ্নে দেশের রাজনীতিতে ধোঁয়াশাপূর্ণ অবস্থানের কোনো সুযোগ নেই, বর্ণচোরাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নানক বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি একমাত্র বাংলাদেশে ক্ষমতায় থাকতে পারে। আর বিরোধী দল থাকলেও তাদের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হতে হবে। সরকার ও বিরোধী দলেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থাকবে। বর্ণচোরাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খান বলেন, যারা স্বাধীনতাবিরোধী, যারা খুনি, যাদের নিয়ে আজ ২০ দল গঠন করেছেন, সেসব খুনিকে নিয়ে মুক্তিযুদ্ধ করবেন, বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা, বাংলার মুক্তিযুদ্ধের চেতনাসম্পন্ন মানুষ জীবিত থাকতে, আপনাদের এ স্বপ্ন বাস্তবায়িত হবে না।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, বিএনপির প্রতিটি কথার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকে বিতর্কিত করা, ছোট করা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন