হোম আন্তর্জাতিক কিশোরীকে ধর্ষণ, ছেলেকে সাহায্য করে জেলে মা

আন্তর্জাতিক ডেস্ক :

প্রত্যেক মা-ই চান, তার সন্তান যেন কোনো অপরাধে না জড়ায়। তবে এবার ঘটল সম্পূর্ণ উল্টো এক ঘটনা। মায়ের সহায়তায় এক কিশোরীকে বাড়িতে ডেকে এনে তাকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হরিদেবপুরে। ঘটনার প্রায় দুই মাস পর শুক্রবার (১৬ ডিসেম্বর) অভিযোগ দায়ের করে নির্যাতিতা। তার অভিযোগের ভিত্তিতে কুণাল কোঠারি নামে ওই যুবক ও তার মা অনুশ্রী কোঠারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরী অভিযুক্ত যুবকের মায়ের পূর্বপরিচিত। বাড়িতে একটি অনুষ্ঠানের কথা বলে কিশোরীকে আমন্ত্রণ জানান ওই নারী। অভিযোগ উঠেছে, রাতে সেখানেই থাকা ওই কিশোরীকে ‘মাদক মেশানো খাবার’ খাওয়ানো হয়। এতে অজ্ঞান হয়ে পড়ে সে। সেই সুযোগে একাধিকবার তাকে ধর্ষণ করে ওই নারীর ছেলে।

এ ঘটনার পর ভয়ে মুখ বন্ধ রাখে ভুক্তভোগী। মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়ে সে। একপর্যায়ে শুক্রবার হরিদেবপুর থানার দ্বারস্থ হয়ে যুবক এবং তার মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সে। অভিযুক্তদের বিরুদ্ধে ‘প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেনসেস’ বা পকসো আইনসহ একাধিক ধারায় মামলা হয়েছে।

এদিকে অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করে পুলিশ। কুণাল কোঠারি এবং তার মা অনুশ্রী কোঠারিকে গ্রেফতার করেন তদন্তকারীরা। অনুশ্রী কেন তার ছেলেকে ধর্ষণকাণ্ডে সাহায্য করল, তা খতিয়ে দেখছে পুলিশ। এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা-ও তদন্তসাপেক্ষ বলে মনে করছেন তদন্তকারীরা।

সূত্র: সংবাদ প্রতিদিন

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন