জাতীয় ডেস্ক :
একটি গোষ্ঠী দেশকে বহির্বিশ্বের কাছে খাটো করছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, এটা সমীচীন নয়।
শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
রাজধানীর বকশিবাজারে, নবকুমার ইনস্টিটিউট ও ড. মো. শহীদুল্লাহ কলেজ, মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
পরে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের মধ্যে দেশপ্রেম জাগাতে হবে, তাদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
