হোম খেলাধুলা ফাইনালে ডি মারিয়া খেলতে পারবে কি-না জানালেন স্ক্যালোনি

ফুটবল বিশ্বকাপ :

পোল্যান্ডের বিপক্ষে চোট নিয়ে মাঠ ছাড়ার পর আর্জেন্টিনার শুরুর একাদশে আর দেখা যায়নি অ্যাঞ্জেল ডি মারিয়াকে। তবে ফাইনালের মঞ্চে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে ফিরছেন এই ফরোয়ার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।

শনিবার ( ১৭ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ডি মারিয়ার বিষয়ে স্ক্যালোনি বলেন, সে ভালো আছে। সারা সপ্তাহজুড়ে সে অনুশীলন করেছে। ফাইনালে তাকে পাওয়া যাবে।

তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে কাতারের লুসাইল স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় ফরাসিদের মুখোমুখি হবে স্ক্যালোনির শিষ্যরা।

এর আগে পোল্যান্ডের বিপক্ষে উরুর চোটে পড়ে ডি মারিয়া আর ফিরতে পারেননি আলবিসেলেস্তেদের শুরুর একাদশে। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দলের প্রয়োজনে অতিরিক্ত সময়ের শেষদিকে মাঠে নামলেও, অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে তাকে নামানোর ঝুঁকি নেননি স্ক্যালোনি।

এদিকে, টিওয়াইসি স্পোর্টস আগেই জানিয়েছিল, দলের শক্তি বাড়াতে ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে ডি মারিয়াকে নিয়েই পরিকল্পনা স্ক্যালোনির। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে একাদশ সাজাতে হবে ৪-৩-৩ ফরমেশনে। অর্থাৎ লিওনেল মেসি, হুলিয়ান আলভারাজের সঙ্গে আক্রমণের দায়িত্বে থাকবেন ডি মারিয়া।

লিওনেল মেসির মতো ডি মারিয়ারও এটি শেষ বিশ্বকাপ। ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচটাও তাই আকাশী-সাদা জার্সিতে তার শেষ ম্যাচ। শেষটা অবশ্যই শিরোপায় রাঙাতে চান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন