ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শনিবার (১৭ ডিসেম্বর) ‘সর্বত্র সহিংসতার বিরুদ্ধে মানুষ (পিএভিই)’ কার্যক্রমের আওতায় দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ফকিরহাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ নিয়ে গঠিত পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সদস্যরা অংশগ্রহণ করেন। পিএফজির ফকিরহাট উপজেলা সমন্বয়কারী খান মাহমুদ আরিফুল হকের সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ট্রেইনার তুহিন আফরোজ।
এসময় উপস্থিত ছিলেন প্রজেক্টের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সহকারী ব্যবস্থাপক সুকমল মন্ডল, ইউথ মবিলাইজার মোস্তাহিদুল ইসলাম। প্রশিক্ষণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি সদস্য সৈয়দ আলতাফ হোসেন টিপু।
