আন্তর্জাতিক ডেস্ক :
জর্ডানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ চলার সময় এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, দেশটির পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় মান শহরে বৃহস্পতিবার রাতে বিক্ষোভ চলাকালীন ওই পুলিশ কর্মকর্তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়।
পুলিশের এক মুখপাত্র জানান, মান শহরের হুসেনিয়া এলাকায় সংঘর্ষের সময় অজ্ঞাত হামলাকারীরা ওই কর্মকর্তাকে গুলি করে। পরে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এছাড়া আরও চার পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মান শহরের বেশ কয়েকটি এলাকায় এবং রাজধানী আম্মানের উত্তর-পূর্বে অবস্থিত জারকা শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ছুড়েছে।
বিক্ষোভকারীরা রাজধানীর তাফিলা এলাকায় বিক্ষোভ করেছে এ সময় সরকার বিরোধী স্লোগান দিয়েছে তারা। এছাড়া সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানের উত্তরে, ইরবিদের বেশ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে বিক্ষোভকারীরা।
বিক্ষিপ্ত সংঘর্ষ আশপাশের অন্যান্য ছোট শহরে ছড়িয়ে পড়েছে। জর্ডানের মার্কিন দূতাবাস, তাদের কর্মীদের দক্ষিণ জর্ডানে ব্যক্তিগত ও দূতাবাসের কাজে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জ্বালানি তেলের উচ্চ মূল্যের প্রতিবাদে ট্রাক চালকদের বিক্ষিপ্ত ধর্মঘটের কয়েকদিন পর মান এবং দক্ষিণ জর্ডানের বেশ কয়েকটি শহরে উত্তেজনা বাড়ছে।
জর্ডান সরকার ধর্মঘটকারীদের দাবির দিকে নজর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছে, তারা ইতিমধ্যেই এই বছর জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ৫০০ মিলিয়ন দিনার ভর্তুকি প্রদান করেছে।
তবে সরকারি কর্মকর্তারা বলছেন, যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সমর্থিত কাঠামোগত অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অধীনে সীমাবদ্ধতার কারণে তারা দামে ভর্তুকি দিতে বেশি ব্যয় করতে পারছেন না।
