আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১৬ ডিসেম্বর) রাশিয়ান বাহিনী ৬০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাজধানী কিয়েভ এবং উত্তর, দক্ষিণ এবং পশ্চিমের শহরগুলিতে হামলা চালানো হয়েছে।
বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট বিবিসিকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইউক্রেনের ক্রিভিহ রিহ শহরে একটি আবাসিক ভবন ধসে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এক সপ্তাহ ধরে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো তীব্র হামলা চালাচ্ছে রাশিয়ান সেনাবাহিনী।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শহরের তিনটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে। শহরে পানি সরবরাহ ব্যাহত এবং মেট্রো ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে।
আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা বলেছেন, রাশিয়া ইউক্রেনে ব্যাপকভাবে আক্রমণ করছে। প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল জানান রাশিয়ার হামলা তাপ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে। এতে ব্যাপক ব্ল্যাকআউট এবং গরম পানি সরবরাহে বাধা সৃষ্টি হয়েছে। কিছু এলাকায়, প্রতিদিন মাত্র কয়েক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।
এছাড়া দক্ষিণে ঝাপোরিঝিয়াতে পনেরটি রকেট হামলা হয়েছে বলে জানা গেছে। উত্তর-পশ্চিম জাইটোমির অঞ্চলের কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া একই সময়ে রকেট এবং কামিকাজে ড্রোন নিক্ষেপ করেছে।
রাশিয়া কেন এই সপ্তাহে হামলা জোরদার করেছে তা স্পষ্ট নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভের অনুরোধের ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করার পর হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ সতর্ক করে বলেছেন, সম্ভবত আগামী বছরের শুরুর দিকে রাশিয়া নতুন করে বড় ধরনের আক্রমণের পরিকল্পনা করছে।
সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি ইকোনমিস্টকে বলেন, ‘রাশিয়ানরা প্রায় ২ লাখ নতুন সৈন্য প্রস্তুত করছে।’ নতুন করে কিয়েভের দিকে এ সেনা অগ্রসর হবে বলে মনে করেন তিনি।
