হোম অন্যান্যসারাদেশ ঝিনাইদহে কালীগঞ্জ শহরে বিজয় দিবসের মিছিলে আসা নিয়ে ছাত্রদল, যুবদলের সাথে আওয়ামীলীগের সংঘর্ষ, আহত ৭ জন

ঝিনাইদহ অফিস :

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদনের মিছিলে আসা নিয়ে ছাত্রদল, যুবদলের সাথে আওয়ামীলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে যুবদল ও ছাত্রদলের ৭ জন। আজ সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে সেবা দেওয়া হয়।

জানা যায়, মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মিছিলে অংশ নিতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা বিএনপির কার্যালয়ে আসছিল। সেসময় তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে আসলে সেখানে থাকা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হয় ৭ জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, এটি উল্লেখ্য যোগ্য তেমন কিছু না। এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।

এদিকে বিএনপি নেতাকর্মীদের দাবি, পরিকল্পিত ভাবে নেতাকর্মীদের উপর হামলা করেছে আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এতে অসংখ্য নেতাকর্মী আহত হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন