হোম জাতীয় মির্জা ফখরুলের বক্তব্যের কড়া সমালোচনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জাতীয় ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্প্রতি এক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘আত্মমর্যাদাশীল দেশ হিসেবে এদেশ টিকে থাকুক বা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক-এটা তারা চায় না বলেই বিএনপি’র মহাসচিব বলেছেন,পাকিস্তান আমলেই দেশ ভালো ছিল।’

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

আকম মোজাম্মেল হক বিএনপিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, কোন সূচকে পাকিস্তান আমল ভালো ছিল তা বলতে পারবেন না। কারণ তখন দেশে কোনো গণতন্ত্রই ছিল না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন