হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ৫ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নড়াইল অফিস :

নড়াইলের সদর উপজেলায় মূল্যতালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে পণ্য রাখায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ হাজার সাতশত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার মহিষখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক।

জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।

এসময় মেসার্স গিয়াস বেকারিকে দশ হাজার, মেসার্স আক্কাস মোল্যা হোটেলকে তিন শত, মেসার্স শফিকুল ফল ভান্ডারকে দুই শত, মেসার্স মেহেদী ফুডকে দশ হাজার, মেসার্স নাজমুল ষ্টোরকে দুই শত টাকাসহ মোট বিশ হাজার সাতশত টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন