ফুটবল বিশ্বকাপ :
আর মাত্র দুটি ম্যাচ, এরপরই হয়তো লিওনেল মেসির হাত ধরে কাতারে নতুন ইতিহাস লিখবে আর্জেন্টিনা। তবে তার আগে সেমিফাইনালে ক্রোয়েশিয়া-বাধা টপকাতে হবে আলবিসেলেস্তেদের। হলুদ কার্ডের গ্যাঁড়াকলে এ ম্যাচে থাকছেন না মার্কোস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়েল। ঊরুর চোটের কারণে শুরুর একাদশে অনিশ্চিত অ্যাঞ্জেল ডি মারিয়াও।
ফাইনালের টিকিট নিশ্চিতের ম্যাচে আগামী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে ক্রোয়াটদের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। শেষ চারের বাধা টপকাতে শিষ্যদের নিয়ে কয়েক ধাপে অনুশীলন চালিয়ে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি।
নামের পাশে দুই হলুদ কার্ড যোগ হওয়ায় এ ম্যাচ খেলতে পারবেন না দুই আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়েল। সৌদি আরবের বিপক্ষে আসর শুরুর ম্যাচ বাদ দিয়ে বাকি সব ম্যাচে প্রথম একাদশে ছিলেন অ্যাকুনা। এ লেফট ব্যাক রক্ষণ সামলানোর পাশাপাশি সুযোগ বুঝেই হানা দিতেন প্রতিপক্ষ শিবিরে।
অ্যাকুনার মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর স্ক্যালোনির জন্য। তার জায়গায় শুরুর একাদশে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। অনুশীলনে তাকে শুরুর একাদশে রাখার বার্তা দিয়ে রেখেছেন স্ক্যালোনি।
এদিকে গঞ্জালো মন্টিয়েল সুযোগ পেয়েছিলেন মেক্সিকোর বিপক্ষে শুরুর একাদশে। বাকি ম্যাচগুলো খেলেছেন বদলি হিসেবেই। তবে এ রাইটব্যাকের নিষেধাজ্ঞাও বেশ ঝামেলাতেই ফেলেছে স্ক্যালোনিকে। তবে তার অনুপস্থিতি আপাতত ভাবাচ্ছে না শুরুর একাদশ নিয়ে।
অন্যদিকে আক্রমণভাগে পুরোপুরি ফিট পাওয়া যাচ্ছে না অ্যাঞ্জেল ডি মারিয়াকে। পোল্যান্ডের বিপক্ষে পুরোনো ঊরুর চোট নতুন করে ভোগানোয় তিনি ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। নেদারল্যান্ডসের বিপক্ষে নেমেছেন অতিরিক্ত সময়ে। ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে তাকে পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও রদ্রিগো ডি পল থাকায় শুরুর একাদশে ডি মারিয়া না থাকলেও খুব একটা সমস্যা নেই স্ক্যালোনির। তবে ডি পলরা নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারলে ঝুঁকি নিয়েই মাঠে নামাতে হবে ডি মারিয়াকে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
