মাহমুদুল হাসান শাওন, দেবহাটা :
দেবহাটার নোড়ারচকে বিস্তৃর্ণ সরকারি খাস জমিতে কয়েক যুগ ধরে বসবাসরত ভূমিহীনদের উচ্ছেদ প্রচেষ্টা ও ষড়যন্ত্রে লিপ্ত সাতক্ষীরা জর্জকোর্টের সাবেক জিপি এ্যাড. লুৎফর রহমান ও তার দোষরদের ধিক্কার জানিয়ে ঝাঁটা মিছিল করেছেন ভূমিহীনরা। সোমবার সকাল ১০টায় বিক্ষুদ্ধ ভূমিহীনরা উত্তর নোড়ারচকের মন্দির এলাকায় এ ঝাঁটা মিছিল করেন।
ঝাঁটা মিছিলটির নের্তৃত্বে থাকা নারী পুরুষেরা এসময় ভূমিহীনদের উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত এ্যাড. লুৎফর রহমানকে ‘ভূমিদস্যু’ আখ্যায়িত করেন। পাশাপাশি ‘লুৎফর উকিলের চামড়া, খুলে নেব আমরা’, ‘ভূমিদস্যু লুৎফরের দুই গালে, জুতা মার তালে-তালে’, ‘ভূমিদস্যু লুৎফরের কালো হাত, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘ভূমিহীন জনতা, গড়ে তোল একতা’, ‘ভূমিহীনের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘শেখ হাসিনার প্রতিশ্রুতি, ভূমিহীন পাবে খাস সম্পত্তি’- ইত্যাদি ¯েøাগানে ¯েøাগানে চারপাশ প্রকম্পিত করে করে তোলে।
ঝাঁটা মিছিল শেষে উপস্থিত ভূমিহীন নারী পুরুষরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কয়েক যুগ ধরে নোড়ারচকের বিস্তৃর্ণ সরকারি খাস সম্পত্তিতে শান্তিপূর্নভাবে বসবাস করে আসছে প্রায় দেড় হাজার ভূমিহীন পরিবার। ইতোপূর্বে বহুবার সংঘবদ্ধ ভূমিদস্যুরা সেখান থেকে ভূমিহীনদের উচ্ছেদ করে ওই গোটা জনপদ জবরদখলের অপচেষ্টা চালিয়েছে। যার ফলশ্রুতিতে বারবার এ জনপদে রক্তপাতের ঘটনা ঘটেছে। বর্তমানে সরকারের পক্ষ হয়ে ভূমিহীনরা ভূমিদস্যুদের সাথে একাধিক মামলাও মোকাবেলা করছেন। এমনই একজন ভূমিদস্যু সাতক্ষীরা জর্জকোর্টের সাবেক জিপি এ্যাড. লুৎফর রহমান।
নোড়ারচকের সরকারি খাস জমি সেখানে বসবাসরত ভূমিহীনদের বন্দোবস্ত দিতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে প্রতিশ্রুতিবদ্ধ, সেখানে এসব নীরিহ ভূমিহীনদের উচ্ছেদ করে সরকারি এ সম্পত্তি জবরদখলে নিতে ২০১৪ সাল থেকে মরিয়া হয়ে আছেন লুৎফর রহমান। কথিত রিসিভার পেতে নীরিহ ভূমিহীনদের মামলায় জড়িয়ে হয়রানীসহ উপজেলার চিহ্নিত বিএনপি-জামায়াত নেতাদের সমন্বয়ে লুৎফর রহমান গড়ে তুলেছেন সংঘবদ্ধ এক ভূমিদস্যু বাহিনী। উচ্চ ও নিন্ম আদালতে রিসিভারের আবেদন খারিজ হওয়ার পর সম্প্রতি প্রশাসনকে বোকা বানাতে রিসিভার সংক্রান্ত বিভ্রান্তিকর একটি নথি প্রকাশ্যে এনে ফের ভূমিহীনদের উচ্ছেদের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তিনি।
এমনকি এ্যাড. লুৎফর ও তার সংঘবদ্ধ ভূমিদস্যু বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত নোড়ারচকের ভূমিহীন পল্লীতে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালানোসহ প্রানে বাঁচতে চাইলে ভিটেমাটি ছেড়ে নীরিহ ভূমিহীনদের অন্যত্য চলে যাওয়ার হুমকি দিচ্ছে উল্লেখ করে যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বিরাজ করছে বলেও বক্তব্যে তুলে ধরেন ভূমিহীনরা। এতে করে এ জনপদটি যেমন ফের উত্তপ্ত হয়ে উঠেছে, তেমনি এখানকার বাসিন্দাদের মাঝে চাপা ক্ষোভের সঞ্চার হয়েছে। সেজন্য ভূমিহীন জনপদে শান্তিশৃঙ্খলা বজায় রেখে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক বসবাস করতে প্রশাসনের সহযোগীতাও চেয়েছেন তারা।
