হোম ফিচার ‘দুষ্টু’ লোকদের সভা শেষ না হওয়া পর্যন্ত পাহারায় থাকব: মায়া

রাজনীতি ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পাড়া-মহল্লায় জনগণের জানমাল রক্ষা করার জন্য তারা কাজ করছেন। কারণ বিএনপির অভ্যাস খারাপ। দুষ্টু লোকদের সভা শেষ না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।

তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি অলিগলি, রাস্তায়, মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগের হাজার হাজার কর্মী পাহারাদার হিসেবে রয়েছে।

শনিবার (১০) ডিসেম্বর সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, ১০ ডিসেম্বর বিএনপি নাকি ঢাকা শহর দখল করবে। আজ খালেদা জিয়া সরকার দখল করবে। এই পরিকল্পনা নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে তাদের এই ষড়যন্ত্র ভেস্তে গেছে, নস্যাৎ হয়ে গেছে।

‘শেখ হাসিনার সরকার কচু পাতার পানি নয়’ মন্তব্য করে তিনি বলেন, ‘তারা জানে না আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার কচু পাতার পানি নয়। এই সরকারকে হটাতে গেলে মাজা ভাঙা বিএনপির পক্ষে কোনোভাবে সম্ভব না। খেয়াল করে দেখেন, কাল মঞ্চ করতে লোকও খুঁজে পাওয়া যায়নি।’

মায়া বলেন, শান্তিপূর্ণভাবে যে কেউ সমাবেশ করলে আমরা সহযোগিতা করব। সেই হাত বাড়িয়ে দিয়েছি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন