ফুটবল বিশ্বকাপ :
সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে গেল বারের রানার্স-আপ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে নেইমার।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। তারপর খেলতে পারেননি বাকি দুই ম্যাচ। তবে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে ফেরেন নেইমার। সেই সঙ্গে ব্রাজিলের ভাগ্যটাও ফিরল যেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বলতে গেলে হেসে জিতেছে ব্রাজিল।
ভিনিসিউস, রিচার্লিসনদের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল পেয়েছেন নেইমারও। কোরিয়ার বিপক্ষে গোলের সুবাদে ব্রাজিলের তৃতীয় ফুটবলার হিসেবে তিনটি কিংবা তার অধিক বিশ্বকাপে গোল পেয়েছেন নেইমার।
২০১৪ ঘরের মাঠের বিশ্বকাপে ইনজুরিতে পড়ার আগে গোল পেয়েছিলেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও গোল পান। এবার গোলের ধারা ধরে রাখলেন কাতারেও।
এদিকে, ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই নেইমার স্পর্শ করবেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা পেলেকে। আর জোড়া গোলের দেখা পেলে পেলেকে টপকে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা হবেন নেইমার।
ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত সর্বাধিক ৭৭ টি গোলের রেকর্ড ফুটবল সম্রাটের। এছাড়া এখন পর্যন্ত ৭৬টি গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর নেইমারের। এ তালিকায় ব্রাজিলের পোস্টারবয় পেছনে ফেলেছেন রোনালদোকেও।
