হোম জাতীয় গলাচিপায় ককটেল বিস্ফোরণ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

জাতীয় ডেস্ক :

পটুয়াখালীর গলাচিপায় ককটেল বিস্ফোরণ এবং পরিত্যক্ত ককটেল ও পেট্রোল বোমা জব্দের ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ রানা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) রাত ১২টার দিকে শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ রানা গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

এর আগে রাত ১০টার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুরঘাট থেকে ককটেল ও পেট্রোল বোমা জব্দ করা হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন জানান, বুধবার রাত ১০টার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুরপাড় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনে এলাকাবাসী।

তিনি আরও বলেন, পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় আরও চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। ওই রাতেই পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এর ধারাবাহিকতায় ওই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন