হোম অর্থ ও বাণিজ্য মাস্কের কাজ করবে যে হেডফোন

বাণিজ্য ডেস্ক :

বাজারে ডাইসন নিয়ে এসেছে এমন এক হেডফোন যা কাজ করবে বাতাস পরিশোধকের। হেডফোনটি পরলে মনে হবে গ্যাজেটে নাক-কান ঢাকা একটি ভিনগ্রহের মানুষ হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে।

২০২৩ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে এ হেডফোনটি আনছে ডাইসন। হেডফোনটির মূল্য ধরা হয়েছে ৯৪৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৯৮ হাজার টাকা। সে হিসাবে ডাইসনের এ হেডফোনটির দাম এয়ারপডের যেকোনো মডেলের দামের থেকেও অনেক বেশি।

যারা হ্যানিবাল সিনেমাটি দেখেছেন সেখানে সিনেমাটির মূল চরিত্র হ্যানিবেল লেকটারের মুখের মতোই লাগবে এ হেডফোনটি পরলে- এমনটাই বলছেন টেক বিশেষজ্ঞরা।

হেডফোনটির বায়ু পরিশোধক ফিচারটি একজন ব্যবহারকারীকে ফেইস মাস্কের মতো সেবা দিয়ে থাকবে। অনেকে বলছেন, করোনার পরে মাস্কের ব্যবহারে মানুষ অভ্যস্ত হয়ে যাওয়ায় ডাইসন এমন মডেলের হেডফোন এনেছে বাজারে। তবে এ ব্যাপারে ডাইসনের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা নয় নতুনত্বের কথা মাথায় রেখেই এ মডেলের উদ্ভব।

হেডফোন বাজারে এয়ারপড, সনি ও বোসের আধিপত্য অনেক দিনের। যেখানে এয়ারপড প্রো ম্যাক্সের দাম ৫৪৯ ডলার, সেখানে ৯৪৯ ডলারের হেডফোন আনার ঘোষণা দিয়ে রীতিমতো বাজারে সাড়া ফেলে দিয়েছে ডাইসন।

ডাইসনের এ বায়ু পরিশোধক হেডফোনে দ্বিস্তরের নিরাপত্তা লেয়ার ব্যবহার করা হয়েছে। বাতাসে থাকা নানা কিসিমের শূন্য দশমিক ১ মাইক্রন আকারের কণাগুলো পর্যন্ত আটকে দেয়ার সক্ষমতা রাখে এ হেডফোন- এমনটাই বলছে ডাইসন কর্তৃপক্ষ।

বায়ু পরিশোধের পাশাপাশি আশপাশের শব্দ দূষণ থেকেও এ হেডফোনটি কার্যকর ভূমিকা পালন করবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি। হেডফোনটিতে রয়েছে ১১টি মাইক্রোফোন যা ৩৮ ডেসিবল অবধি শব্দ সামাল দিতে সক্ষম। একবার চার্জ দিলে ৪ ঘণ্টা পর্যন্ত চলবে নতুন আঙ্গিকে তৈরি এ হেডফোনটি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন