হোম জাতীয় বিএনপি গণসমাবেশে অরাজকতা সৃষ্টি করলে রুখে দেয়া হবে: লিটন

জাতীয় ডেস্ক :

১০ ডিসেম্বর বিএনপি গণসমাবেশের নামে অরাজকতা সৃষ্টি করলে তা রুখে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে জেলা কৃষক লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপির জন্ম হয়েছে ষড়যন্ত্রের মধ্য দিয়ে। তাদের একমাত্র লক্ষ্য দেশের সর্বনাশ করা। তবে তাদের এই উদ্দেশ্যে সফল হতে দেয়া হবে না। কারণ, ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো পরিস্থিতি রুখে দেয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

সমাবেশের স্থান নিয়ে হঠাৎই বিএনপির নরম সুরের বিষয় নিয়ে খায়রুজ্জামান লিটন বলেন, নয়াপল্টনে সমাবেশ নিয়ে বিএনপির অনেক রহস্য আছে। কারণ, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে তাদের আপত্তির জায়গাটি হচ্ছে সেই স্থানকে তারা স্বাধীনতার পক্ষের জায়গা মনে করেন।

এ সময় খায়রুজ্জামান লিটন সবাইকে ঐক্যবদ্ধ থেকে যেকোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন