হোম খেলাধুলা বলের আঘাতে হাসপাতালে মোসাদ্দেক

খেলাধূলা ডেস্ক :

সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চারদিনের ম্যাচ খেলার আগে অনুশীলনে আঘাত পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। সোমবার সিলেটের লাক্কাতুড়ায় অবস্থিত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘এ’ দলের হয়ে অনুশীলন চলাকালে একটি বল সজোরে তার ঊরুতে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে এই ক্রিকেটারকে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তার এমআরআই স্ক্যানসহ নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

বিসিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে এমআরআই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক। এর আগে খেলেছেন জিম্বাবুয়ে সফরেও। তবে বিশ্বকাপে প্রত্যশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় ভারতের বিপক্ষে চলমান সিরিজের দলে জায়গা পাননি তিনি। তবে ‘এ’ দলের হয়ে নিচ্ছিলেন প্রস্তুতি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন