হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে অন্যের ঘর দখল করতে আ’লীগের দলীয় সাইনবোর্ড ব্যাবহার

কাউখালীতে অন্যের ঘর দখল করতে আ’লীগের দলীয় সাইনবোর্ড ব্যাবহার

কর্তৃক
০ মন্তব্য 98 ভিউজ

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কাউখালীতে অন্যের ঘর দখল করে আওয়ামীলীগের দলীয় সাইবোর্ড দিয়েছেন দখল দাররা। আর এ অভিযোগে ভুক্তভোগী ঘরের মালিক গত ৭ জুন কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ওই ঘরের মালিক মোঃ ইব্রাহিম শিকদার। তিনি উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের মৃত খোরশেদ আলী শিকদারের পুত্র।
অভিযোগ সুত্রে জানা গেছে, ওই ইউনিয়নের পাঙ্গাশিয়া বাজারের ব্রীজের দক্ষিন পার্শ্বে স্থাণীয় ইব্রাহিম শিকদারের একই মালিকাধীন ৫টি দোকান ঘর রয়েছে। এর মধ্যে ৪টি ঘর ভাড়া দেয়া ও ১টি ওই মালিকের নিজের কাজের জন্য মালামাল ভর্তি করে রাখা রয়েছে। কিন্তু গত ৩ জুন দুপুরে ওই ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক মোঃ সোহেল শিকদারের নেতৃত্বে স্থানীয় খলিল গাজীর পুত্র পলাশ গাজী, ছিদ্দিক খানের পুত্র মোঃ বাবু খান, ফারুক শিকদারের পুত্র সজিব শিকদার, মজলু খানের পুত্র মো. শরিফুল খান, বারেক শিকদারের পুত্র মো. ওসমান শিকদার সহ আরো ৭/৮ জন ওই মালামাল ভর্তি ঘরটির তালা ভেঙ্গে তা দখল করে নেন। এসময় ওই ঘরে থাকা কাঠ সহ বিভিন্ন মালামাল ভাংচুর করে ফেলে দেয়। পরে তা দখল করে ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় হিসাবে সাইনবোর্ড সাটিয়ে দেন। আর সেখানে ওই সাইবোর্ডের আড়ালে চলছে মাদক সেবন ও তাস-জুয়ার আসর। অভিযোগ সূত্রে আরো জানা গেছে, ওই ঘরটি দখলের আগে ওই স্বেচ্ছা সেবকলীগ নেতা ঘরটি তার কাছে (ঘর মালিক) ভাড়া চান। তিনি আরো জানান, এ সময় দখল কাজে বাধা দিলে তাকে সহ তার পুত্র রাজু শিকদার ও কন্যা নাজমা আক্তারকে প্রান নাশের হুমকী সহ মারধর করতে আসে।
ঘরটি দখলকারী অভিযুক্ত ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ সাধারন সম্পাদক মোঃ সোহেল শিকদার জাতীয় পার্টি (মঞ্জু) সমর্থিত শিয়ালকাঠী ইউনিয়ন চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকদারের ভাইয়ের ছেলে।
এ ব্যাপারে অভিযুক্ত সোহেল শিকদার জানান, ওই ঘরের জায়গা নিয়ে ঘরের মালিক দাবী করা ইব্রাহিমের সাথে স্থানীয় এক ব্যাক্তির সাথে বিরোধ রয়েছে। সেই জমি আমাদের কিছু ছোটভাইরা মিলে দলীয় অফিসের জন্য নেয়া হয়েছে। ওই জমির মালিক ইব্রাহিম সিকদার নন।
শিয়ালকাঠী ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার মোঃ মনিরুজ্জামান ওই ঘর দখলের ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। তবে সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিন জানান, ওই ঘরটি স্থাণীয় এক অসহায় ব্যাক্তির। ওই ঘরটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছোট ভাই লতিফ শিকদার দখল করতে তার ভাইয়ের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল শিকদারকে ব্যাবহার করেছেন। তিনি আরো জানান, অন্যের ঘর দখল করে তাতে দলীয় অফিস হিসাবে সাইন বোর্ড সাটানোর ব্যাপারে আমরা পুলিশকে অবহিত করেছি। জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য বলেছি।
উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি মোঃ আমিনুল রশিদ মিল্টন জানান, কারো জমি দখল বা কোন অপরাধ করে তা আড়াল করতে দল ব্যবহার করলে তার দায় দল স্বীকার করবে না। এমন জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাবো।
এ ব্যাপারে কাউখালী থানা পুলিশের অফিসার ইন চার্জ মোঃ নজরুল ইসলামের সাথে মুটো ফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি খোঁজ নিয়ে জানতে হবে। পরে জানানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন