শিক্ষা ডেস্ক :
প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা।
আগামী ১২ ও ১৩ ডিসেম্বর নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ২৪তম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান।
সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক ফারিহা জারিন ঐশী বলেন, আমরা সবসময়ই সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। আমাদের বাঙালিয়ানার যে বিজয়যাত্রা, তা নিয়ে আমরা সবসময়ই তৎপর। আমাদের ঐতিহ্য, সংস্কৃতিকে আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের অনুষ্ঠানগুলোর মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন।
দুই বছর করোনা মহামারির জন্য অনুষ্ঠান আয়োজন করা না গেলেও এবার নতুন উদ্যোমে রং তুলির আঁচড়, হাতুড়ি ও পেরেকের কারসাজির সঙ্গে অনেকগুলো স্বপ্ন দেখা মানুষের অনুভূতি নিয়ে আয়োজিত হবে ২৪তম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। এতে নাচ, গান, অভিনয় থাকবে।
সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংগঠনের সদস্যরা তৈরি করছে ভিন্ন মাত্রার ‘ট্রোজান হর্স’ নামক অবয়ব, যা গ্রীক মিথোলজি থেকে উঠে আসা একটা প্রাণী। এছাড়াও ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বোর্ডের পাশাপাশি থাকছে নান্দনিক টিকেট বুথ যার মাধ্যমে শিক্ষার্থীদের নিকট টিকেট বিতরণ করা হবে।
এবারের আয়োজনে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অতিথিবৃন্দসহ বোর্ড অব ট্রাস্টির সব সদস্য। আর অনুষ্ঠানটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন ফ্যাকাল্টি অ্যাডভাইসার রুমানা হক লুভা।
