হোম আন্তর্জাতিক যুদ্ধকে বর্বরতার মাত্রায় নিয়ে যাচ্ছেন পুতিন: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নন বলে মন্তব্য করেছেন মার্কিন এক শীর্ষ কূটনীতিক। তিনি বলেছেন, ইউক্রেনে বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে পুতিন যুদ্ধকে ‘বর্বরতার নতুন মাত্রায়’ নিয়ে যাচ্ছেন।

রোববার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, পুতিনকে নিয়ে এমন মন্তব্য করেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুতিন এই যুদ্ধকে ইউক্রেনের প্রতিটি ঘরে নিয়ে গেছেন। তিনি বিদ্যুৎ ও পানি বন্ধ করার চেষ্টা করছেন। যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেননি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তা অর্জন করার চেষ্টা করছেন।

নুল্যান্ড আরও বলেন, ‘যুদ্ধ বন্ধে কূটনীতি অবশ্যই প্রত্যেকের অগ্রাধিকার। কিন্তু সেটি করতে গেলে আপনার একজন ইচ্ছুক অংশীদার থাকতে হবে। এটি খুবই স্পষ্ট যে, জ্বালানি অবকাঠামোতে হামলা কিংবা ক্রেমলিনের বাক্পটুতা যেটিই হোক না কেন, প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধের আলোচনার জন্য আন্তরিক বা প্রস্তুত নন।’

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, তাপমাত্রা অনেক কমে যাওয়ার মধ্যেই রুশ হামলার কারণে এক কোটির বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এদিকে ইউক্রেন যুদ্ধের গতি ধীর হয়ে এসেছে এবং শীতের মাসগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।

মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হাইনেস জানিয়েছেন, এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধব্যবস্থা একেবারেই কমে গেছে, এমন প্রমাণ পাওয়া যায়নি। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুদ্ধ নয় মাসে গড়িয়েছে। এরই মধ্যে দখলকৃত এলাকার অর্ধেক অংশ হারিয়েছে রাশিয়া।

ক্যালিফোর্নিয়ার একটি ডিফেন্স ফোরামে দেয়া সাক্ষাৎকারে হাইনেস বলেন, এই মুহূর্তে ইউক্রেনের পূর্বাঞ্চল বাখমুত এবং দোনেৎস্ক প্রদেশে সবচেয়ে বেশি সংঘর্ষ হচ্ছে। গত মাসে খেরসন থেকে রাশিয়া তার সেনা সরিয়ে নেয়ার পর যুদ্ধের গতি কমে গেছে। আমরা ইতোমধ্যেই যুদ্ধের গতি কিছুটা শ্লথ দেখতে পাচ্ছি। ধারণা করছি, আগামী বেশ কয়েক মাস যুদ্ধের অবস্থা এরকমই থাকবে।

তিনি আরও বলেন, ইউক্রেন এবং রাশিয়া দুপক্ষই শীতের শেষে পাল্টা হামলা চালানোর জন্য নিজেদের প্রস্তুত করছে। তবে সেক্ষেত্রে রাশিয়া নিজেদের কতটা প্রস্তুত করতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন