ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে রবিবার দুপুরে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলঅ পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলার নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মল্লিক আব্দুস সাত্তার, কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক “বিসমিল্লাহ ফিড মিলস লিমিটেডের” ব্যবস্থাপনা পরিচালক শেখ হেমায়েত উদ্দিন, সৈয়দা আনোয়ারা হোসেন ও খান মো. আল আউয়াল সহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
