সংকল্প ডেস্ক :
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক পদে গোলাম মোরশেদ নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা জেলা জেএসডি’র পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জেএসডি’র সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতি’র মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে উল্লেখ করেন- দক্ষিণ পশ্চিমাঞ্চলে শ্রমিকদের পক্ষে সকল প্রকার ন্যায় সঙ্গত আন্দোলনে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি’র নির্বাচিত প্রতিনিধিরা অবদান রাখতে সক্ষম হবে। ইতিপূর্বে শ্রমিকদের নায্য দাবি আদায়ের পক্ষে লড়াই ও সংগ্রাম করে জননেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও গোলাম মোরশেদ ব্যাপকতর সুনাম কুড়িয়েছেন। তাঁরই ফলশ্রুতিতে গতকাল সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক পদে গোলাম মোরশেদ নির্বাচিত হওয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
বিবৃতিদাতারা সাতক্ষীরা জেলা জেএসডি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মো. মোসলেম, সহ-সভাপতি আতিয়ার রহমান গদাই, মাস্টার আব্দুল জব্বার, রনক বাসার, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক গোবিন্দ ভদ্র, জেএসডি নেতা আব্দুল্লাহ আল গালিব (বাবলা), মীর রফিকুল ইসলাম, মোমিন উদ্দিন, মহুয়া মৌ প্রমূখ।
