হোম জাতীয় মৌলভীবাজারে বাসের ধাক্কায় নারীর মৃত্যু

জাতীয় ডেস্ক :

মৌলভীবাজারে বাসের ধাক্কায় রায়না বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পশ্চিম বাজার রহমান সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রায়না বেগম হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার জুনেদ মিয়ার স্ত্রী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামে তার বাবার বাড়িতে বসবাস করতেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, রায়না বেগম শনিবার সকালে ডাক্তার দেখাতে মৌলভীবাজার শহরে যান। এ সময় তিনি কুসুমবাগ এলাকায় রাস্তা পার হতে গেলে বেপরোয়া গতিতে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘাতক বাস চালককে আটক করা যায়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন