জাতীয় ডেস্ক :
খুনের পর কেটে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়া শিশু আয়াতের শরীরের খণ্ডিতাংশ উদ্ধার করেছে পিবিআই।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর আকমল আলী রোডের শেষ প্রান্তে একটি খালের স্লুইচগেট থেকে আয়াতের বিচ্ছিন্ন দুই পায়ের অংশ উদ্ধার করা হয়। এ সময় শেষবারের মতো মেয়ের মুখ দেখার আকুতি জানান আয়াতের বাবা।
এ বিষয়ে পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, আয়াত হত্যার অভিযোগে অভিযুক্ত আবিরের তথ্য অনুযায়ী ছয়দিন ধরে আকমল আলী রোডের বিভিন্ন খাল, স্লুইচগেট ও সাগরপাড়ে উদ্ধার অভিযান চালিয়ে আসছিল পিবিআই। শেষ পর্যন্ত বুধবার বিকেল পৌনে ৩টায় একটি স্লুইচ গেটের শেষ কপাটে একটি পলিব্যাগ পাওয়া যায়। তা খুলে দেখা যায় ছোট্ট আয়াতের বিচ্ছিন্ন দুই পা। স্কচটেপ দিয়ে মোড়ানো পা দুটি ছিল একটি পলি ব্যাগের মধ্যে। ব্যাগটি খোলার পর নিশ্চিত হওয়া যায় এটি আয়াতের দেহের খণ্ডিতাংশ।
তবে অন্য অংশগুলো সাগরে ফেলায় তা উদ্ধার নিয়ে এখনই কোনো নিশ্চয়তা দেয়া যাচ্ছে না বলে জানান পুলিশ সুপার।
গত ১৫ নভেম্বর বিকেলে নিখোঁজ হয় ছোট্ট শিশু আয়াত। ১০ দিন পর পিবিআই আবির আলীকে গ্রেফতারের পর জানায়, আয়াতকে শ্বাসরোধ করে খুন করে মরদেহ কেটে ছয় টুকরো করে আবির। এরপর সেগুলো সাগরে ভাসিয়ে দেয়। এ ঘটনায় আবির, তার মা ও বোন রিমান্ডে রয়েছে।
