হোম খেলাধুলা ফ্রান্স শিবিরে কাঁপন ধরিয়ে বিরতিতে তিউনিসিয়া

ফুটবল বিশ্বকাপ :

বাঁচা-মরার ম্যাচে ফ্রান্সের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতিতে গেছে তিউনিসিয়া। গোল করতে না পারলেও বেশ কয়েকটি সুন্দর সুযোগ তৈরি করেছিল তারা। বিপরীতে ফ্রান্স ‘দ্বিতীয়’ সারির দল নিয়ে নিজেদের খেলাটাই খেলতে পারেনি, তিউনিসিয়ার আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল দিদিয়ের দেশামের শিষ্যরা।

ফ্রান্সের জন্য এ ম্যাচটি নিয়মরক্ষকার। তাদের শেষ ষোলোর টিকিট নিশ্চিত হয়েছে আরও আগে। যে কারণে তিউনিসিয়ার বিপক্ষে মোটামুটি দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামে তারা। বিপরীতে তিউনিসিয়ার জন্য ম্যাচটি বাঁচা-মরার। এ ম্যাচে জিতলে শেষ ষোলোর টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।

বাঁচা-মরার ম্যাচে বুধবার (৩০ নভেম্বর) এডুকেশন সিটি স্টেডিয়ামে শুরুতেই রোমাঞ্চ উপহার দেয় তিউনিসিয়া। বাঁশি বাজার মিনিট সাতেক পরেই ফ্রান্সের জালে বল পাঠায় তারা। কিন্তু রেফারি সেই গোল বাতিল করে দেন অফসাইডের কারণে। ১৭ মিনিটে আরও একটি দারুণ সুযোগ নষ্ট করে তিউনিসিয়া। এবার রাফায়েল ভারানের কাছ থেকে বল কেড়ে নিয়ে বল জালের বাইরে দিয়ে মারেন বেন রমদানে।

৩০ মিনিটের সময় প্রথম লক্ষ্যে শট দেখে এডুকেশন সিটি স্টেডিয়ামের দর্শকরা। এ সময় লাইদৌনির শট ফিরিয়ে দেয় ফ্রান্সের রক্ষণভাগ। লাইদৌনি ফিরতি শট নিলে তা চলে যায় ফ্রান্স গোলরক্ষক স্টিভ মান্দানার গ্লাভস বরাবর। বল তালুবন্দী করতে কোনো ভুল করেননি মান্দানা। মিনিট পাঁচেক পর ফরাসি শিবিরে আরও একবার গোলের সুযোগ করে তিউনিসিয়া। এবারও ত্রানকর্তা হয়ে দেখা দেন দলটির গোলরক্ষক।

প্রধমার্ধের বাকি ১০ মিনিটও আক্রমণে আধিপত্য দেখায় আফ্রিকার দেশটি। অন্যদিকে ফ্রান্স প্রথমার্ধে একটিও অন টার্গেটে শট নিতে পারেনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন