জাতীয় ডেস্ক :
রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে সজিব (২২) নামে যুবকের এক হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া বিমানবন্দরগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
সজিবকে হাসপাতালে নিয়ে যাওয়া কামাল হোসেন নামে এক পথচারী জানান, কারওয়ানবাজারে রেললাইন পার হচ্ছিল ওই যুবক। অসাবধানতাবশত পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া বিমানবন্দরগামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে সে। তখন চাকার নিচে কাটা পড়ে ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে। সে নিজের নাম ছাড়া আর কিছুই জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে, সে ভবঘুরে।
