জাতীয় ডেস্ক :
ভোলার চরফ্যাশনে বকুল বেগম (৩২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় বকুলের বড় বোন মুকুল বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে চরফ্যাশনের মুজিবনগর ইউনিয়নের সিকদারচরে এ ঘটনা ঘটে। নিহত বকুল সিদকারচর গ্রামের মো. আলম বাচ্চু মেলকারের স্ত্রী।
এদিকে বুধবার (৩০ নভেম্বর) সকালে নিহত বকুলের বোন মুকুল বেগমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতাল ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত বকুলের স্বামী মো. আলম বাচ্চু বলেন, প্রতিপক্ষ আসলাম, সোহেল, মিঠু ও জুয়েলদের সঙ্গে তাদের চরের জমি নিয়ে বিরোধ চলছে। দীর্ঘদিনের মামলা-মোকদ্দমাও রয়েছে। প্রতিপক্ষরা জমি ছেড়ে দেয়ার জন্য তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি-ধমকি দিয়ে আসছিল। ঘটনার রাতে তিনি চর থেকে এসে ভোলায় জজ আদালতে মামলার হাজিরা দেয়ার জন্য চরফ্যাশনে আত্মীয়র বাড়িতে ছিলেন। গভীর রাতে প্রতিপক্ষরা বসতঘরে ঢুকে তার ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করে। হত্যাকারীদের শব্দ পেয়ে তার স্ত্রীর বড় বোন মুকুল বেগম ঘুম থেকে উঠে বোনকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে স্থানীয় দুলারহাট থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনার পরপরই অভিযুক্তরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন থানায় কোনো অভিযোগ হয়নি। তদন্ত চলছে। ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
