জাতীয় ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মরদেহ দুটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
নিহতরা হলেন- স্ত্রী বেবী আক্তার (২০) ও স্বামী রবিউল ইসলাম (২৫)। পুলিশের ধারণা, স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায় এবং ঘরের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
