হোম খেলাধুলা আইএলটি-২০’র উদ্বোধনী আসর মাতাবেন যারা

খেলাধূলা ডেস্ক :

ক্রিকেটের সঙ্গে বিনোদন সমান তালে এগিয়ে যাচ্ছে। ব্যতিক্রম ঘটবে না দুবাইয়ের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) আসরেও। আগামী বছরের জানুয়ারিতে আরব আমিরাতে বসবে আইএলটির জমজমাট অভিষেক আসর।

আইএলটির অভিষেক আসরের শুরুটা স্মরণীয় করে রাখতে আয়োজন করা হচ্ছে ঝাঁকজমকপূর্ণ উদ্বোধনী আসর। ১৩ জানুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এটি অনুষ্ঠিত হবে। বলিউডের র‌্যাপার বাদশাহ উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন। শুধু তাই নয় বাদশাহর সঙ্গে মঞ্চ মাতাবেন আরএনবি মেগাস্টার জেসন ডেরুলু।

তাকে নিয়ে আমিরাত ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশশির উসমানি বলেন, জেসন একজন অবিশ্বাস্য ভিন্নধর্মী সৃজনশীল শিল্পী। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তার খুব দৃঢ় সখ্যতা রয়েছে। আইএলটি-২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থিতির জন্য ম্যানেজমেন্ট রোমাঞ্চিত। আমরা তার পারফরম্যান্স, বলিউড সুপারস্টার বাদশার পাশাপাশি, ‘রিং অফ ফায়ার’-এ দারুণ কিছু হবে। বাদশাহ-জেসন জুটি হবে দুর্দান্ত।

এদিকে আইএলটির থিম সংও তৈরি করছেন বাদশাহ। তাকে নিয়ে আমিরাত ক্রিকেট বোর্ডের সাধারণ মুবাশশির বলেন, ‘ভারতের একজন বড় তারকাকে পেয়ে আমরা আনন্দিত। একটা দুর্দান্ত শুরুর জন্য এমন একজনকে পাওয়া গুরুত্বপূর্ণ। ক্রিকেটাররা মাঠ মাতানো শুরুর আগেই বাদশাহ দর্শকদের মাতানো শুরু করবেন।’

‘আমরা তাকে আরও ধন্যবাদ দিতে চাই আইএলটির থিম সং বানানোর জন্য। আমরা মুখিয়ে আছি এটি ক্রিকেট প্রিয় মানুষদের কাছে ছড়িয়ে দিতে’-আরও যোগ করেন বাদশাহ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন